1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজকীয় বিয়ে

২১ অক্টোবর ২০১২

লুক্সেমবুর্গের কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে বড় রাজকীয় অনুষ্ঠান হলো প্রিন্স গিলাউমে ও বেলজিয়ান কাউন্টেস স্টেফানি ডে লানয়ের বিয়ে৷ এ উপলক্ষ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে রাজ পরিবারের সদস্যরা ও অতিথি হাজির হয়েছিলেন লুক্সেমবুর্গে৷

https://p.dw.com/p/16U2d
ছবি: AFP/Getty Images

নটরডেম গির্জায় শনিবার ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন লুক্সেমবুর্গের ভবিষ্যৎ গ্র্যান্ড ডিউক গিলাউমে এবং ডাচেস স্টেফানি৷ বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং নর্ডিক দেশগুলোর রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন আর্চবিশপ জ্যঁ ক্লদে হলেরিশ৷

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে লুক্সেমবুর্গের প্রাণকেন্দ্রে হাজির হন রাজকীয় নবদম্পতি৷ আর হাজার হাজার মানুষ প্রতীক্ষায় ছিলেন সেখানে জনসম্মুখে নবদম্পতির প্রথম আনুষ্ঠানিক চুম্বন দেখার জন্য৷ গ্র্যান্ড ডুকাল প্যালেস এর বারান্দায় নবদম্পতি এসে হাজির হলে সাধারণ জনতা জাতীয় পতাকা নেড়ে নেড়ে দাবি তোলেন ‘একটি চুম্বন, একটি চুম্বন' বলে৷ ফলে দীর্ঘ প্রতীক্ষিত চুম্বন বিনিময় করে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে বিদায় নেন রাজ দম্পতি৷

জানা গেছে, এই বিয়ের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হাজির ছিলেন নরওয়ের রাজা পঞ্চম হেরাল্ড, রানি সোনিয়া, প্রিন্স দ্বিতীয় হান্স অ্যাডাম, লিশ্টেনস্টাইনের প্রিন্সেস মারি,নেদারল্যান্ডসের রানি বিয়াট্রিক্স, ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট, প্রিন্স হেনরিক, সুইডেনের রানি সিলভিয়া, মরোক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদের স্ত্রী প্রিন্সেস লালা সালমা, মোনাকোর প্রিন্সেস ক্যারোলিন, যুক্তরাজ্যের প্রিন্স এডওয়ার্ড, জাপানের ভবিষ্যৎ রাজা প্রিন্স নারুহিতো, বেলজিয়ামের রাজা দ্বিতীয় আলবার্ট এবং রানি পাউলা৷

বিয়ের অনুষ্ঠানে লুক্সেমবুর্গের বর্তমান গ্র্যান্ড ডিউক হেনরি রাজকীয় পোশাকে সঙ্গী ছিলেন রাজকুমারী স্টেফানির প্রয়াত মা কাউন্টেস আলিক্স ডে লানয়ের বোন৷ স্টেফানির প্রয়াত মায়ের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা৷ আলিক্স গত আগস্ট মাসে মৃত্যু বরণ করেন৷

যাহোক, লুক্সেমবুর্গের করদাতাদের অর্থ থেকে প্রায় পাঁচ লাখ ইউরো খরচ করা হয়েছে রাজ দম্পতির বিয়ের আসরে৷ তাই এ উপলক্ষ্যে সারাদিনই ছিল লুক্সেমবুর্গবাসীর জন্য নানা বিনোদনমূলক আয়োজন৷ ছিল উন্মুক্ত সংগীত আসর, পথ শোভাযাত্রা এবং আলোকসজ্জা৷

এএইচ / জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য