1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

র‌্যাবের গুলিতে পা হারোনো সেই লিমন বিয়ে করলেন

৩ সেপ্টেম্বর ২০২১

দশ বছর আগে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় র‌্যাবের গুলিতে পা হারিয়েছিল ঝালকাঠির লিমন৷ সে ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল৷ সেই লিমন হোসেন বিয়ে করলেন৷

https://p.dw.com/p/3zrkY
দশ বছর আগে র‌্যাবের গুলিতে পা হারিয়েছিল লিমন হোসেনছবি: DW

পা হারানো লিমন এখন সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের সহকারী প্রভাষক৷ তিনি ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবারের পছন্দে তিনি বিয়ে করেছেন৷ বৃহস্পতিবার তার গায়ে হলুদ হয়েছে, শুক্রবার বিয়ের অনুষ্ঠান৷

লিমন ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইঁদরে বাড়ি গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে৷ কনে যশোর জেলার অভয়নগর উপজেলার নওপাড়া এলাকার টিটু মোল্লার মেয়ে রাবেয়া বশরী৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাবেয়া বলেন, ‘‘লিমন সীমাহীন সংগ্রাম করে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন৷ দাম্পত্য জীবনেও তিনি দায়িত্বশীল হবেন৷ তাই এ বিয়েতে রাজি হয়েছি৷''

এখনো বিচার পাননি ঝালকাঠির লিমন

২০১১ সালের ২৩ মার্চ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় লিমনের পা হারানোর ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়৷ এক অভিযানে লিমন গুলিবিদ্ধ হওয়ার পর তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছিল র‌্যাব৷ পরে ২০১৩ সালের ২৯ জুলাই এবং ২০১৪ সালের ১৬ অক্টোবর র‌্যাবের করা মামলা দুটি থেকে লিমনকে অব্যহতি দেয় আদালত৷ তবে ঝালকাঠি আদালতে র‌্যাবের বিরুদ্ধে লিমনের মা হেনোয়ারা বেগমের দায়ের করা মামলাটি এখনো চলছে৷

লিমন হোসেন বলেন, ‘‘সবসময় গরিব বাবা-মাকে সাহস দিয়েছি৷ মানুষের সহযোগিতায় পড়াশোনা করেছি, আজ আমি স্বাবলম্বী৷ আমার এই জীবনযুদ্ধের পেছনে মানবাধিকার সংগঠন এবং মিডিয়ার বড় অবদান রয়েছে৷''

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য