লিবিয়ায় গণহারে নারী ধর্ষণের নির্দেশ দিয়েছিলেন গাদ্দাফি
৯ জুন ২০১১তদন্তকারীদের কাছে এ সংক্রান্ত প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি'র প্রধান কৌঁসুলি লুইস মোরেনো-ওকাম্পো৷ তিনি বলছেন গাদ্দাফির বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনতে পারেন তিনি৷ এর আগে গত মাসে ওকাম্পো মানবতা বিরোধী অপরাধের দায়ে গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন৷ আইসিসির বিচারকরা কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে তাদের মতামত জানাতে পারেন৷ ওকাম্পো বলেন লিবিয়ার বেশ কয়েকটি জায়গায় শত শত নারী আক্রমণের শিকার হয়েছে বলে খবর বেরিয়েছে৷ উল্লেখ্য, গত মার্চ মাসে ইমান আল-ওবায়দি নামের এক লিবীয় নারী পশ্চিমা সাংবাদিকরা ত্রিপোলির যে হোটেলে ছিলেন সেখানে ঢুকে গাদ্দাফির সমর্থকরা তাঁকে ধর্ষণ করেছে, এই অভিযোগ আনেন৷
আজ আবুধাবিতে বৈঠক
উদ্দেশ্য লিবিয়ার বিদ্রোহীদের আর্থিকভাবে সহায়তা করা৷ গতমাসে এ ব্যাপারে একমত হয়েছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন সহ আরব বিশ্বের দেশ কুয়েত, কাতার আর জর্ডান৷ কীভাবে এটা সম্ভব তার প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে৷ এছাড়া যদি গাদ্দাফি চলে যায় তাহলে বিদ্রোহীরা কীভাবে দেশ চালাবে সে ব্যাপারেও বিদ্রোহীদের কাছ থেকে জানতে চাইবে ঐ দেশগুলো৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে আবুধাবী পৌঁছেছেন৷
ত্রিপোলিতে আক্রমণের
ন্যাটো আবারও ত্রিপোলিতে আকাশ থেকে আক্রমণের পরিমাণ বাড়িয়েছে৷ বুধবার রাতে এই আক্রমণ শুরু হয়৷ এর আগে গতকাল গাদ্দাফির সমর্থক বাহিনী মিসরাটাতে হামলার পরিমাণ বাড়িয়ে দেয়৷ তারা শহরটির তিনদিক থেকে হামলা চালিয়েছে৷ এতে কমপক্ষে ১২ বিদ্রোহী মারা গেছে বলে জানা গেছে৷ এছাড়া গতকাল ব্রাসেলসে ন্যাটো সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এক আলোচনায় মিলিত হয়েছিলেন৷ তবে লিবিয়ায় চালানো সামরিক অভিযানের গতি বাড়াতে খুব একটা আগ্রহ দেখা যায়নি তাদের মধ্যে৷ উল্লেখ্য, চারমাস ধরে ন্যাটো অভিযান চালিয়েও গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরাতে পারেনি৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আরাফাতুল ইসলাম