লিবিয়ায় দুই বিদেশি ফটোসাংবাদিক নিহত
২১ এপ্রিল ২০১১নিহত দুই সাংবাদিক
লিবিয়ার সেনাবাহিনী কর্তৃক ঘিরে রাখা মিসরাতা শহরে বুধবার বিস্ফোরণে নিহত হন ফটো সাংবাদিক টিম হেথারিংটন এবং ক্রিস হন্ডরোস৷ টিম কাজ করতেন পেনোস পিকচার্স এর হয়ে৷ ব্রিটেন এবং অ্যামেরিকার যৌথ নাগরিকত্ব রয়েছে তাঁর৷ এছাড়া মার্কিন নাগরিক ক্রিস হন্ডরোস কাজ করতেন গ্যাটি ইমেজ-এর জন্য৷ এই দুই ফটোসাংবাদিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং তারা একাধিক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন৷ ধারণা করা হচ্ছে, মর্টার হামলায় প্রাণ হারিয়েছেন তারা৷ আরো এক ফটোসাংবাদিক সেই হামলায় গুরুতর আহত হয়েছেন৷
ত্রিপোলীতে ন্যাটোর হামলা
বার্তাসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ত্রিপোলীর দক্ষিণপশ্চিমের খালাত আল-ফারজান এলাকায় ন্যাটো হামলায় কমপক্ষে সাত জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে৷ লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থাগুলো৷ এদিকে, ন্যাটো লিবিয়ার বেসামরিক নাগরিকদের গাদ্দাফি বাহিনীর কাছ থেকে যতদূরে সম্ভব অবস্থান করার আহ্বান জানিয়েছে৷ এতে করে বিমান হামলায় বেসামরিক প্রাণহানির শঙ্কা কমতে পারে৷ লিবিয়া সংক্রান্ত আন্তর্জাতিক বাহিনীর দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল চার্লস বুকার্ড জানিয়েছেন, ন্যাটো পাইলটরা যতটা সম্ভব সুবিধাজনক দূরত্ব থেকে হামলা পরিচালনা করছে যাতে করে বেসামরিক হতাহতের ঝুঁকি কমানো যায়৷
যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান
লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আটি আল-ওবায়দি মঙ্গলবার জানান, গণতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কার বিষয়ক আলোচনা চালাতে অনির্ধারিত বা কমপক্ষে ছয়মাসের যুদ্ধবিরতি প্রয়োজন৷ এই সময়ের মধ্যে জাতিসংঘের পর্যবেক্ষণে নির্বাচনের প্রস্তুতি গ্রহণেরও ইঙ্গিত দিয়েছিলেন তিনি৷ কিন্তু বুধবার বিদ্রোহীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে৷ বিদ্রোহীদের মুখপাত্র আব্দুল হাফিজ জানান, গাদ্দাফি এখন যুদ্ধিবিরতি চাইছেন কেননা তাঁর বাহিনী ন্যাটোর বিমান হামলায় ধ্বংস হচ্ছে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: ফাহমিদা সুলতানা