লেজার রশ্মির প্রয়োগ বেড়েই চলেছে
২১ সেপ্টেম্বর ২০২০আলোর এই রশ্মি দেখলেই রোমাঞ্চ জাগে৷ বর্তমানে প্রায় সর্বত্রই লেজার রশ্মি প্রয়োগ করা হচ্ছে৷
এই রশ্মি অ্যাক্রিলের তৈরি কাচ নিমেষের মধ্যে গলিয়ে দিতে পারে, এমনকি পানির নীচেও পুরু ইস্পাতের স্তর কাটতে পারে৷ লেজার রশ্মির বোমা নিষ্ক্রিয় করার ক্ষমতাও রয়েছে৷
জার্মানির হানোফার শহরে লেজার গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীরা অতি পাতলা অথচ শক্তিশালী রশ্মি নিয়ে কাজ করছেন৷ তাঁরা নতুন নতুন ক্ষেত্রে লেজারের প্রয়োগ নিয়েও ভাবনাচিন্তা করছেন৷ অন্য যে কোনো আলোকরশ্মির মতো আয়নার মাধ্যমে লেজারেরও গতিপথ বদলানো যায় অথবা লেন্সের মাধ্যমে একত্র করা যায়৷ কিন্তু অন্যান্য আলোর তুলনায় লেজার রশ্মির শক্তি অনেক বেশি৷
লেজার সৃষ্টি করতে গ্যাসের মতো কোনো মাধ্যম শক্তিশালীভাবে চার্জ করতে হয়৷ আলোর কণার ধাক্কায় গ্যাসের অণুও নিজস্ব আলোর কণা বিকিরণ করে৷ তখন লেজারের কেস বা আবরণের মধ্যে বসানো আয়নার সাহায্যে এক শক্তিশালী চেন রিয়্যাকশন শুরু হয়৷ ফলে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে শক্তিতে ভরপুর এমন এক আলো তৈরি হয়, যেটি নিখুঁতভাবে নিক্ষেপ করা সম্ভব৷
যে সব ক্ষেত্রে উচ্চ মাত্রার শক্তি নির্দিষ্ট বিন্দুর উপর নিক্ষেপ করতে হয়, সেখানেই লেজার প্রয়োগ করা হয়৷ যেমন থ্রিডি প্রিন্টার৷ তাতে ধাতব ধুলা দিয়ে ছোট গিয়ার তৈরি হয়৷ কম্পিউটার নিয়ন্ত্রিত লেজার সূক্ষ্ম ইস্পাতকণা গলিয়ে নির্দিষ্ট আকার সম্ভব করে৷ ১৪ ঘণ্টা ধরে গিয়ারের উপর চাপ বজায় রাখতে হয়৷ লেজার সেন্টার হানোফারের ইয়োর্গ হ্যার্মসডর্ফ এই প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, ‘‘গুঁড়ার এক পুরু আস্তরণ বিছিয়ে দেওয়া হয়৷ তারপর লেজারের সাহায্যে প্রত্যেকটি স্তর গলিয়ে আকৃতি স্থির করা হয়৷ এভাবে ধীরে ধীরে বস্তুটি রূপ পেতে থাকে৷ আমি প্রত্যেকটি বস্তু আলাদাভাবে তৈরি করতে পারি৷ জ্যামিতির বাধ্যবাধকতা আমি বেশি মানি না৷ মানুষের অঙ্গ প্রতিস্থাপনের জন্য ইমপ্লান্ট তৈরির কাজ বেশ ইন্টারেস্টিং৷ রোগীর মাপ অনুযায়ী ইমপ্লান্ট তৈরি করা চিকিৎসাশাস্ত্রে সুফল আনতে পারে৷ আমি এমন আকার-আকৃতি তৈরি করতে পারি, যা ঢালাই যন্ত্র বা মিলের মধ্যে করা সম্ভব নয়৷ এমন যন্ত্রাংশ বা উপাদান তৈরি করতে পারি, নির্মাণের ক্ষেত্রে যার অস্তিত্বই নেই৷’’
ম্যার্ভে ভলভেবার লেজারের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে বেশি আগ্রহী৷ তিনি অদৃশ্য লেজার রশ্মির মাধ্যমে আগাছা বিনাশ করেন৷ সঙ্গে সঙ্গে তার ফল দেখা যায়৷ এ যেন খেতের উপর ‘স্টার ওয়ার্স’ ছবির যুদ্ধ চলছে৷ ক্যামেরা লাগানো ট্রেকার গাড়ি মাটি স্ক্যান করে চলেছে৷ তারপর ছবি শনাক্ত করার এক সফটওয়্যার আগাছা চিনে নিচ্ছে৷ গাড়ির পেছনে বসানো লেজার কামান আগাছা নির্জীব করে দিচ্ছে৷ এই প্রক্রিয়ার অংশগুলি এরই মধ্যে তৈরি হয়ে গেছে৷ ম্যার্ভে বলেন, ‘‘আমরা রাসায়নিকের মাধ্যমে আগাছা বিনাশের বিকল্প খুঁজছি৷ এ ক্ষেত্রে সুবিধা হলো রাসায়নিকের মতো বিস্তির্ণ এলাকায় এর কোনো প্রভাব থাকে না৷ কোনো নির্দিষ্ট জাতের উদ্ভিদ পুরোপুরি নষ্ট করে দেওয়া হয় না৷ আমরা প্রত্যেকটি আগাছা সম্পর্কে আলাদা করে সিদ্ধান্ত নিতে পারি বলে স্থির করতে পারি, যে প্রয়োজনীয় গাছকে ঘিরে শুধু ১০ বা ১৫ সেন্টিমিটার এলাকায় আগাছা নষ্ট করবো৷ অন্যগুলিকে বড় হতে দেবো৷’’
কৃষিক্ষেত্রে এখনো লেজারের প্রয়োগ শুরু না হলেও ইস্পাত দিয়ে নির্মাণের ক্ষেত্রে এই প্রযুক্তির যথেষ্ট প্রয়োগ হচ্ছে৷ যেমন জাহাজ নির্মাণের ক্ষেত্রে বড় কাটিং সিস্টেম ব্যবহার করা হয়৷ লেজারের সাহায্যে পুরু ইস্পাতের স্তর সূক্ষ্মভাবে কাটা যায়৷ স্থিতিশীল ও কেন্দ্রীভূত আলো দিয়েই আড়াই সেন্টিমিটার পুরু ইস্পাতের স্তর গলিয়ে দেওয়া সম্ভব৷
বিয়র্ন প্লাৎস/এসবি