1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সিরিয়ায় হামলা হলে মধ্যপ্রাচ্যে প্রলয়কাণ্ড ঘটবে’

৩০ অক্টোবর ২০১১

সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমারা হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে প্রলয়কাণ্ডের হুমকি দিলেন সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদ৷ লন্ডনের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি৷

https://p.dw.com/p/131vK
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদছবি: picture alliance/dpa

‘প্রলয়কাণ্ড'

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সাধারণত গণমাধ্যমকে অন্তরঙ্গ সাক্ষাৎকার দেন না৷ তাই, যুক্তরাজ্যের একটি পত্রিকাকে দেওয়া তাঁর সাক্ষাৎকার ব্যাপক সাড়া ফেলেছে৷ এমন এক সময় বাশার মুখ খুললেন, যখন সারা বিশ্বের নজর তাঁর দেশের দিকে৷ সেখানে গণঅসন্তোষ বাড়ছে৷ গণতন্ত্রকামীদের দমন করতে কঠোর অবস্থান নিয়েছে সরকারি বাহিনী৷

লন্ডনের সানডে টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাশার কার্যত পশ্চিমা সমাজকে সতর্ক করলেন৷ সিরিয়াকে মধ্যপ্রাচ্যের কেন্দ্র হিসেবে আখ্যা দিয়েছেন তিনি৷ এই কেন্দ্রে কোন সমস্যা হলে তা সমগ্র অঞ্চলকে জ্বালিয়ে দেবে বলেও জানান আসাদ৷ তিনি দাবি করেন, ‘‘পশ্চিমা বিশ্ব নিশ্চিতভাবে তাঁর দেশের উপর চাপ বাড়াতে যাচ্ছে''৷

বাশার অবশ্য স্বীকার করেছেন, তাঁর সেনাবাহিনী শুরুতে অনেক ভুল করেছে৷ তবে বর্তমানে শুধু সন্ত্রাসীদের লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি৷

Syrien Unruhen Flash-Galerie
সিরিয়া সরকারবিরোধী আন্দোলন (ফাইল ফটো)ছবি: picture alliance/dpa

আন্তর্জাতিক সমাজ

এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বান কী-মুন জানিয়েছেন, আসাদের উচিত পরিবর্তনের দাবিতে সাড়া দিয়ে জরুরী সংস্কার কাজ শুরু করা৷ এছাড়া বাশার প্রশাসনকে দমনপীড়ন এবং সহিংসতার পথ থেকে সরে এসে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান মুন৷ সিরিয়া বিষয়ক আরব লিগের কমিটিও বেসামরিক জনগণকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেদেশের প্রতি আহ্বান জানিয়েছে৷

হতাহতের সংখ্যা বাড়ছে

বার্তাসংস্থাগুলো জানাচ্ছে, শনিবার সিরিয়ায় সহিংসতায় কমপক্ষে ৫০ জন বেসামরিক এবং নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারিয়েছে৷ আন্দোলনকারীরা জানিয়েছে, ২১ বেসামরিক ব্যক্তি প্রাণ হারায়৷ হামা শহরে নিহতের সংখ্যা ১২ এবং হোমসে তিন৷ হামা শহরের একটি জেলা লক্ষ্য করে সেনারা ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করছে বলেও খবর৷ এছাড়া হোমস শহরে সিরিয়ার সেনাবাহিনী ত্যাগীদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষে প্রাণ হারিয়েছে ২০ সেনা এবং আহত হয় ৫৩ জন৷

বলাবাহুল্য, সিরিয়ায় গত মার্চ মাস থেকে চলা সরকারবিরোধী আন্দোলনে সব মিলিয়ে প্রাণ হারিয়েছে তিন হাজারের বেশি মানুষ৷ বাশার আল-আসাদকে আর ক্ষমতায় দেখতে চায় না গণতন্ত্রকামীরা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য