হজের খরচ এক লাখ টাকা বাড়ছে
১ ফেব্রুয়ারি ২০২৩চলতি মৌসুমে হজযাত্রীদের মোট ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা খরচ পড়বে বলে সচিবালয়ে হজ বিষয়ক নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়৷
আগের বছর প্যাকেজ ছিল দুটি৷ এর মধ্যে প্যাকেজ-১-এর খরচ ছিল ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা আর প্যাকেজ-২-এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা৷ সেবারও ৫৯ হাজার টাকা খরচ বেড়েছিল৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, এবার সরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ থাকছে একটিই৷ গতবারের প্যাকেজ-১-এর তুলনায় এবার বেশি পড়বে ৯৬ হাজার ৬৭৮ টাকা৷ প্যাকেজ-এর তুলনায় খরচ বেশি হবে ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা৷
গতবছর বেসরকারিভাবে হজের খরচ পড়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা৷ এবার প্যাকেজ কত হবে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তা জানাবে হজ এজেন্সিগুলোর সংগঠন- হাব৷
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে হজ হবে৷ সৌদি সরকারের সঙ্গে করা হজ চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন৷
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন৷
সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, এ বছর শতভাগ হজযাত্রীর প্রি-এরাইভাল ইমিগ্রেশন ‘মক্কা রোড চুক্তি' অনুযায়ী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই হবে৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)