1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঁসের জন্য ব়্যাম্প!

১৮ মে ২০১৭

মার্কিন মুল্লুকে কতকিছুই না ঘটে৷ এবার সে দেশের রাজধানীতে যোগ হয়েছে এক নতুন ব়্যাম্প৷ তা-ও আবার শুধুমাত্র হাঁসদের কষ্ট কমাতে!

https://p.dw.com/p/2d8z1
Screenshot Youtube Enten
ছবি: https://www.youtube.com

জীবজন্তু যাতে মহাসড়কের উপরে উঠে গাড়ি চাপা না পড়ে, সেজন্য সেতু রয়েছে ইউরোপের কয়েক দেশে৷ বিশেষ করে জঙ্গলের মধ্য দিয়ে চলে যাওয়া মহাসড়কের উপরে গাছগাছালিতে ভরা এমন সেতু দেখা যায়৷ যেখানে এমন সেতু নেই কিন্তু রাস্তায় প্রাণি উঠে পড়ার শঙ্কা আছে, সেখানে রয়েছে বিশেষ সাইন বা চিহ্ন৷ কিন্তু তাই বলে এখন হাঁসের জন্যও এমন কিছু দরকার পড়বে!

ঘটনা ওয়াশিংটন ডিসিতে৷ সেখানকার কেপিটল রিফ্লেক্টিং পুলে বাস করে চারটি হাঁসের পরিবার৷ মাঝেমাঝে পানি থেকে উঠে হাঁটতে বেরোয় তারা৷ আর তখন পুলের কিনারায় থাকা দেয়াল টপকাতে খানিকটা কষ্ট পোহাতে হয়৷ হাঁসদের এই কষ্ট সহ্য করতে না পেরে তাদের জন্য বিশেষ ব়্যাম্প তৈরি করে দিয়েছেন এক স্থপতি৷ সেটিতে উল্লেখও করে দেয়া হয়েছে, ব়্যাম্প শুধু হাঁসদের জন্য৷ এবং তাদের খাবার দেয়া নিষেধ৷

ব়্যাম্পের এই খবর প্রকাশ হওয়ায় অনেকে বেশ খুশি৷ আর হবেই না বা কেন, গত কয়েকদিন ধরে ট্রাম্পের কল্যাণে ডিসি থেকে শুধু নেতিবাচক খবরই আসছিল৷ হাঁসের খবরটি অন্তত এক ইতিবাচক খবর, যা টুইটারে অনেকের মনে স্বস্তি এনে দিয়েছে৷

এআই/এসিবি