ক্ষুব্ধ খালেদা
২৫ মে ২০১৪সারা দেশে গুম-খুন-অপহরণের প্রতিবাদে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে শনিবার সকালে সমাবেশ ডাকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম৷ সেখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার৷
তবে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে সুপ্রিম কোর্টের সব প্রবেশ পথে অবস্থান নেয় পুলিশ৷ সমাবেশে অংশ নিতে সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশ করতে চাইলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত অন্তত ১৬ জন আইনজীবীকে আটক করে পুলিশ৷ এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবীদের একটি দল হাইকোর্ট মাজারের দিকের ফটকের সামনে অবস্থান নেয়৷ বেলা ১২টা পর্যন্ত আইনজীবীরা সেখানে অবস্থানের পর জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন৷ আর সেখানেই শেষ পর্যন্ত বক্তৃতা দেন খালেদা জিয়া৷
সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার এ কে এম শামসুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবারে সমাবেশের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি৷ পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার শিবলী নোমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ ব্যবস্থা নিয়েছে৷
তবে জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘‘সুপ্রিম কোর্টে কোনো সমাবেশ করতে হলে ‘বার' থেকে অনুমতি নিতে হয়৷ বারের সভাপতি হিসেবে আমি এর মালিক৷ আমি তাদের সমাবেশ করার অনুমতি দিয়েছি৷ ইতোপূর্বেও এখানে বহু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷''
তিনি বলেন, ‘‘বাংলাদেশে যে আইনের শাসন নেই তার প্রমাণ হচ্ছে আইনজীবী সমিতির সমাবেশে বাধা দেয়া৷ আমি বিশ্ব বিবেকের দৃষ্টি আকর্ষণ করছি - দেখুন, বাংলাদেশে আইনের শাসন কোথায়? এদেশে গুম, খুন চলছে৷ আইনের শাসন নেই৷ এর থেকে রক্ষা করুন৷''
প্রতিবাদ সমাবেশে খালেদা
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশে সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘‘এত বাড়াবাড়ি ভালো না৷ বেশি বাড়লে আল্লাহরও একটা বিচার আছে৷ এই দিন দিন নয়, আরো দিন আসবে৷ হাসিনাকেও একদিন বিচারের মুখোমুখি হতে হবে৷''
তিনি বলেন, ‘‘এই অবৈধ সরকারের পায়ের নিচে মাটি নেই৷ এজন্য তারা শান্তিপূর্ণ সমাবেশও করতে দেয় না, তারা সমাবেশকে ভয় পায়৷ এই সরকার অবৈধভাবে বিনা ভোটে নির্বাচিত হয়েছে৷ কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভোটে নির্বাচিত৷''
সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, ‘‘আওয়ামী লীগ বেশি বাড়ার কারণে এখন নিজেরাই নিজেদের মারছে৷ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না৷ অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীরা যেসব কথা বলছে তা গণতন্ত্রের ভাষা নয়৷''
খালেদা জিয়া বলেন, ‘‘বাংলাদেশের সুনাম-সুখ্যাতি বলতে আজ আর কিছু নেই৷ সারা দেশে গুম আর খুন৷ চার দিকে কান্নার রোল৷ মা-বোনদের এই কান্না বৃথা যাবে না৷''
তিনি আবারো ব়্যাব বিলুপ্তির দাবি জানিয়ে গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে আহ্বান জানান৷
উল্লেখ্য সুপ্রিম কোর্ট এলাকায় ঢুকতে পুলিশের বাধার কারণে খালেদা জিয়া সেদিকে না গিয়ে দুপুর পৌনে ১২টার দিকে প্রেসক্লাবে এসে অবস্থান নেন৷ আর তারপরই প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত নেন জাতীয়তাবাদী আইনজীবী নেতারা৷