1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৯৫ বছরের বৃদ্ধার কাছে প্রতারকের হার

৬ আগস্ট ২০২০

ফোন করে নানা অছিলায় টাকা আদায় করার ঘটনা অহরহ ঘটছে জার্মানিতে৷ ৯৫ বছর বয়সি এক বৃদ্ধা দেখিয়ে দিলেন কীভাবে নিজেকে রক্ষা করতে হয়, ধরিয়ে দিতে হয় প্রতারককে৷

https://p.dw.com/p/3gVBp
ছবি: picture-alliance/dpa/D. Karmann

হামবুর্গের রাহ্লস্টাডের ওই নারীকে যখন ফোনে একজন ‘বন্ধু’ পরিচয় দিয়ে করোনা চিকিৎসার জন্য ভেন্টিলেটর কিনতে ৩০ হাজার ইউরো চাইলেন, খুব খটকা লেগেছিল তার৷ করোনা চিকিৎসায় তো এত টাকা লাগার কথা নয়! তাছাড়া জার্মানিতে কি ভেন্টিলেটরের অভাব পড়ে গেল?

খুব সন্দেহ হলেও তা বুঝতে দেননি৷ তাৎক্ষণিকভাবে শুধু বলেছেন, ব্যাংক থেকে ২০ হাজার ইউরো তুলে দেয়া যাবে, তবে বাকি টাকা দেয়া তার পক্ষে সম্ভব নয়৷

ভাগ্যিস, তখন কেয়ারটেকার বাড়িতে এসেছিলেন! ৯৫ বছর বয়সি নারী লাউডস্পিকারে পুরো কথোপকথন শোনার সুযোগ করে দিলেন৷ কেয়ারটেকার বুঝলেন, বিশাল এক প্রতারক চক্র বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতে মাঠে নেমেছে৷

খুব অল্প কথায় ২০ হাজার ইউরো পাওয়া যাচ্ছে ভেবে প্রতারকের হয়ত একটু লোভ হচ্ছিল৷ তাই আরো কিছু টাকার জন্য পীড়াপীড়ি করছিলেন সেই বৃদ্ধাকে৷ এক সময় আরো ১১ হাজার ইউরো দিতে রাজি হওয়ায় মোটামুটি নিশ্চিন্ত হয়ে ফোন ছাড়লেন কথিত প্রতারক৷

ততক্ষণে হামবুর্গ পুলিশকে পুরো ঘটনা জানিয়ে দিয়েছেন কেয়ারটেকার৷

পুলিশকে যে জানানো হতে পারে তা প্রতারক চক্রও অনুমান করেছিল৷ তাই প্রথমে পুলিশকর্তা এবং তারপর এক ব্যাংকারের পরিচয়ে দু'জন ফোন করে ৯৫ বছর বয়সি নারীর কাছে হঠাৎ বড় অঙ্কের টাকা ব্যাংক থেকে তোলার বিষয়ে জানতে চাইলেন৷ একটু পরেই আবার মূল প্রতারকের ফোন৷ টাকা নিতে লোক আসছে! 

নির্ধারিত সময়ে বাড়ির সামনে ট্যাক্সি থেকে নেমে এলেন একজন৷ তার হাতে খামটা তুলে দিলেন ৯৫ বছর বয়সি বৃদ্ধা৷ ঠিক সেই মুহূর্তে আড়াল থেকে এগিয়ে এলো পুলিশ৷ গ্রেপ্তার হয়ে গেল প্রতারক চক্রের একজন৷

তাকে এখন জিজ্ঞাসাবাদ করছে হামবুর্গ পুলিশ৷ পাশাপাশি সবার প্রতি একটা অনুরোধও জানিয়েছে হামবুর্গ পুলিশ, ‘‘হঠাৎ নিজেকে আত্মীয় বা পরিচিত দাবি করে কেউ ফোন করলে ব্যাপারটাকে সন্দেহের চোখে দেখার চেষ্টা করুন৷ খুব জরুরি পরিস্থিতির কথা বলা হলেও নিজের ওপর চাপ বাড়াবেন না৷ সামান্যতম সন্দেহ হলেও তা ধরে রাখুন এবং পুলিশকে জানান৷’’

মেলিসা সৌ-জি ফন ব্রুনারসাম/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য