1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে ডেল্টার ‘জয়যাত্রা’ রুখতে টিকাই হাতিয়ার

১৫ জুলাই ২০২১

জার্মানির প্রেসিডেন্ট, চ্যান্সেলরসহ ইউরোপের রাজনৈতিক নেতারা করোনা টিকার সব ডোজ নেবার জন্য মানুষের প্রতি আবেদন জানাচ্ছেন৷ হেমন্ত কালে করোনার নতুন ঢেউ প্রতিহত করতে টিকাই প্রধান হাতিয়ার৷

https://p.dw.com/p/3wVE8
ছবি: Giorgos Kontarinis/ANE Edition/imago images

জার্মানি তথা ইউরোপে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বেড়েই চলেছে৷ গ্রীষ্মকালের মধ্যে এই ‘জয়যাত্রায়’ রাশ টানতে না পারলে হেমন্ত কালে করোনা মহামারির নতুন ঢেউ ইউরোপে আবার মারাত্মক আকার ধারণ করবে বলে অনেক বিশেষজ্ঞ সতর্ক করে দিচ্ছেন৷

জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার এক ভিডিও বার্তায় করোনা টিকা সম্পর্কে সংশয়ী মানুষদের উদ্দেশ্যে এই পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেছেন৷ দেশ ও সমাজের বৃহত্তর স্বার্থে সংশয় ঝেড়ে ফেলে টিকা নেবার আবেদন জানিয়েছেন তিনি৷ এর আগে চ্যান্সেলর ম্যার্কেলও দেশবাসীর উদ্দেশ্যে একই বার্তা শুনিয়েছিলেন৷ এই মুহূর্তে করোনা টিকা বাধ্যতামূলক করার কোনো পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে এমন সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি৷

জার্মানিতে ইনসিডেন্সের মাত্রা বৃহস্পতিবার বেড়ে আট ছুঁয়েছে৷ আক্রান্তদের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশের শরীরেরই ডেল্টা পাওয়া গেছে৷ বিশেষ করে স্পেনের মতো দেশ থেকে ছুটি কাটিয়ে দেশে ফেরা মানুষ সংক্রমণের হার বাড়ার মূল কারণ৷ করোনা ভাইরাসের অত্যন্ত ছোঁয়াচে এই সংস্করণের কারণে আগামী কয়েক সপ্তাহে জার্মানিতেও সংক্রমণের হার দ্রুত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বিশেষ করে গ্রীষ্মের ছুটির পর স্কুল খুললে শিশু ও কিশোরদের মধ্যে ডেল্টা ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ ১২ বছরের কমবয়সিদের জন্য কোনো টিকা না থাকায় এবং ১২ থেকে ১৬ বছর বয়সিদের ক্ষেত্রে টিকার প্রয়োজনীয়তা সম্পর্কে বিভ্রান্তির কারণে অনিশ্চয়তা রয়েছে৷ উল্লেখ্য, জার্মানির ভ্যাকসিন কমিশন একমাত্র রোগ-ব্যাধিতে আক্রান্ত কিশোরদের জন্য করোনা টিকা নেবার পরামর্শ দিয়েছে৷ জার্মান সরকার স্কুলের ক্লাসঘরে এয়ার ফিল্টার বসানোর জন্য ২০ কোটি ইউরো ধার্য করেছে৷

ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রণ দফতর এমা ডেল্টা সংস্করণের প্রকোপ নিয়ন্ত্রণে আনতে  করোনা টিকার সব ডোজ নেবার প্রয়োজনীয়তার উপর আবার জোর দিচ্ছে৷ ইইউ সদস্য দেশগুলির উদ্দেশ্যে টিকাদান কর্মসূচির গতি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে এই দফতর৷ আগস্ট মাসের শেষে করোনায় আক্রান্ত মানুষদের প্রায় ৯০ শতাংশের শরীরেই ডেল্টা ছড়িয়ে পড়বে বলে এমা আশঙ্কা করছে৷ টিকাপ্রাপ্তদের প্রতিরোধ শক্তি আরও বাড়াতে বুস্টার ডোজের প্রয়োজন হবে কিনা, সে বিষয়ে ইউরোপের এই দফতর এখনো রায় দিতে নারাজ৷ চলমান গবেষণা থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করে তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে এমা৷

এসবি/এসিবি (ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য