1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুকুর নিজে গেল ডাক্তারের কাছে

২৫ জুন ২০১৯

ঘটনাটে দেখে অবাক না হয়ে পারা যায় না৷ পায়ে ব্যথা পেয়েছে একটি কুকুর৷ রক্ত ঝরছে পা থেকে৷ ব্যথায় কাতরাচ্ছে সে৷ কিন্তু ব্যথা নিয়ে বসে থাকেনি সেই কুকুর৷ নিজে চলে গেছে ডাক্তারের কাছে৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল৷

https://p.dw.com/p/3L2Qn
Tierarzt mit Hund
ছবি: picture-alliance/dpa

তুরস্কের ইস্তাম্বুল রাস্তার ধারের একটি ফার্মেসি৷ সেখানে সেদিন এমন এক রোগী এলো যার বুদ্ধিমত্তার প্রশংসা করছেন সবাই৷ করবেনই তো, রোগীটি যে ছোট্ট এক কুকুর!

কোনোভাবে পায়ে খুব ব্যথা পেয়েছে সে৷ রক্ত ঝরছে পা থেকে৷ ব্যথা সইতে পারছে না৷  কী করা যায়? কুকুরটি আহত পা-টি তুলে তিন পায়ে হেঁটে হেঁটেই পৌঁছে গেল রাস্তার কাছের এক ফার্মেসিতে৷ ফার্মেসির সামনে ছিলেন বানু চেংগিজ৷

তার সামনে গিয়ে আহত পা-টা তুলে ধরল সেই  কুকুর৷ প্রথমে ব্যাপারটা খেয়াল করেননি বানু৷ কিন্তু কুকুরের কুই কুই করে ব্যথার যন্ত্রণা প্রকাশের চেষ্টা তার দৃষ্টি আকর্ষণ করল৷ এক পর্যায়ে ভালো করে তাকালেন৷ কুকুরের পায়ের অবস্থা দেখে তিনি আর দেরি করেননি৷ নিজে পা পরিষ্কার করেছেন, তারপর ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন ক্ষতস্থান৷ চিকিৎসা পেয়ে কুকুরটি তখন যারপর নাই কৃতজ্ঞ৷ নিজস্ব ভঙ্গিতে সেই অনুভূতি নাকি প্রকাশও করেছে সে!

এসিবি/কেএম (টাইমস অব ইন্ডিয়া)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান