বায়ু দূষণে পাঁচ লাখ শিশুর মৃত্যু
২৪ অক্টোবর ২০২০গবেষণাটি করেছে মার্কিন গবেষণা কেন্দ্র হেলথ এফেক্ট ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড এভালুয়েশন৷ বায়ু দূষণের কারণে শুধু ভারতেই এক লাখ ১৬ হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে৷ সাব সাহারায় এই সংখ্যা ছিল প্রায় দুই লাখ ৩৬ হাজার৷ সমীক্ষায় জানা যায়, এসব শিশুরা জন্মের একমাসের মধ্যেই মারা গেছে৷ শিশুদের মায়েরা গর্ভাবস্থায় উচ্চ মাত্রায় বায়ুদূষণের সংস্পর্শে আসার কারণে শিশুদের ওজন কম হয়৷ প্রি ম্যাচিওর বেবির জন্ম হওয়ার ঝুঁকি বেড়ে যায়, যার প্রমাণ পাওয়া গেছে এই গবেষণায় ৷
রান্নায় ব্যবহৃত জ্বালানির বিষাক্ত ধোঁয়া শিশু মৃত্যুর একটি বড় কারণ বলে জানানো হয়েছে৷ প্রি ম্যাচিউর জন্ম এবং ওজনে কম এই দুটো কারণ বড় ধরনের জটিলটা সৃষ্টি করতে পারে৷ কারণগুলো দক্ষিণ এশিয়া এবং সাব সাহারায় শিশু মৃত্যুর প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়৷ ভবিষ্যতের জন্য যে কোনো সমাজেই শিশুর স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে করা নতুন এই গবেষণায় দক্ষিণ এশিয়া এবং সাব সাহারায় জন্ম নেওয়া শিশুদের মত্যুর ঝুঁকি অনেক বেশি, সতর্ক করে দিয়েছেন হেল্থ এফেক্ট ইন্সটিটিউটের প্রধান ড্যান গ্রিনবাউম৷
গবেষণায় জানা গেছে গেছে, বায়ু দূষণের কারণে গত বছর সারা বিশ্বে মোট ছয় দশমিক সাত মিলিয়ন মানুষ মারা গেছে৷ এবং বায়ু দূষণ বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর প্রধান কারণগুলোর একটি৷
এনএস/কেএম(এএফপি)
২০১৯ সালের ছবিঘর দেখুন...