বিদ্রোহীদের সঙ্গে গাদ্দাফির আলোচনা চলছে: রুশ দূত
১৭ জুন ২০১১বেনগাজিতে বিদ্রাহীদের ঘাঁটি পরিদর্শনের একদিন পরে ত্রিপোলিতে এসে রাশিয়ার দূত মিখাইল মারগেলভ এই কথা বলেছেন৷ তার আগে তিনি সাক্ষাত করেন লিবিয়ার প্রধানমন্ত্রী বাগদাদি আল-মাহমুদির সঙ্গে৷ রাশিয়ার ইতার-তাস বার্তা সংস্থা মারগেলভের বরাত দিয়ে জানিয়েছে, ‘‘আজকের আলোচনায় আমাকে নিশ্চিত করা হয়েছে যে, বেনগাজি এবং ত্রিপোলির মধ্যে ইতোমধ্যেই সরাসরি যোগাযোগ হয়েছে৷'' মারগেলভ বলেন, ‘‘বৃহস্পতিবারে প্যারিসে এই ধরণের একটি সরাসরি যোগাযোগ হয়েছে বলে লিবিয়ার প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন৷'' তিনি বলেন, ‘‘লিবিয়ার প্রধানমন্ত্রী আরো জানিয়েছেন, ঐ যোগাযোগের ফলাফল সম্পর্কে ফরাসী প্রেসিডেন্ট নিকোলা সার্কোজিকে অবহিত করা হয়েছে৷''
তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু প্রকাশ করা হয়নি৷ এবং বিদ্রোহীদের গঠিত জাতীয় পরিষদের পক্ষ থেকেও কোন কিছু নিশ্চিত করা হয়নি৷
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ‘‘যুদ্ধাস্ত্র'' হিসেবে লিবিয়ার নারীদেরকে ধর্ষণের অভিযোগ তুলেছেন গাদ্দাফির বাহিনীর বিরুদ্ধে৷ ক্লিনটন বলেন, নারীদেরকে ব্যপকভাবে ধর্ষণের বিভিন্ন খবরে যুক্তরাষ্ট্র ‘‘গভীরভাবে উদ্বিগ্ন''৷
প্রতিবেদন:ফাহমিদা সুলতানা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম