সকলের জন্য এয়ার পিউরিফায়ার
৩ জানুয়ারি ২০২০কুয়াশায় ঢেকে চতুর্দিক৷ এক দিকে ঠান্ডা, অন্য দিকে দূষণে চোখ জ্বালা করছে৷ এমন পরিস্থিতি এখন দিল্লিবাসীর নিত্য দিনের সঙ্গী৷ দূষণের স্বাভাবিক মাত্রা নিয়ে এখন আর কেউ চিন্তিত নন৷ সকলেই খেয়াল রাখেন স্বাভাবিক মাত্রার চেয়ে কত গুণ বেশি দূষিত দিল্লির হাওয়া৷ এমন পরিস্থিতির মোকাবিলায় এ বার অভিনব উদ্যোগ নিল দিল্লির একটি সংগঠন৷ লাজপত নগরে লাগানো হল সকলের জন্য এয়ার পিউরিফায়ার৷
সংগঠকদের দাবি, এর ফলে আধ কিলোমিটারের মধ্যে থাকা সকলে উপকৃত হবেন৷ প্রাণ ভরে শুদ্ধ বায়ু নিতে পারবেন৷ শুক্রবার সেই এয়ার পিউরিফায়ারের উদ্বোধন করলেন ক্রিকেটার তথা বিজেপির সাংসদ গৌতম গম্ভীর৷
উদ্বোধনের পর গৌতম বলেন, ''দিল্লিতে এমন উদ্যোগ এই প্রথম৷ যদি এতে কাজ হয়, তা হলে গোটা দিল্লিতেই এমন পিউরিফায়ার লাগাতে হবে৷ দূষণের সঙ্গে খানিকটা হলেও যুদ্ধ করা যাবে৷''
তবে প্রশ্ন উঠছে, খোলা আকাশের নীচে এমন পিউরিফায়ার আদৌ কতটা কাজ করবে? ঘরের জানালা দরজা বন্ধ করে এয়ার পিউরিফায়ার চালালে তা ঘরের ভিতরের বাতাসকে ফিল্টার করে দেয়৷ নির্দিষ্ট একটা জায়গার মধ্যে তা কাজ করে৷ কিন্তু খোলা জায়গার বাতাস আদৌ ফিল্টার করা সম্ভব কি না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে৷ আশঙ্কার কারণ রয়েছে আরও৷ পিউরিফায়ার চালানোর পরেও দেখা যাচ্ছে বাতাসে দূষণের মাত্রা ১২৩৷ যা ৬০ এর নীচে হওয়া উচিত৷ অর্থাৎ, পিউরিফায়ার চালিয়েও দূষণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না৷