1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজের মধ্যে গান গেয়ে ভাইরাল

২২ এপ্রিল ২০১৯

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়ো রাজ্যে এক সাধারণ রেস্টুরেন্টে কাজ করেন এরিকা কায়ন৷ কাস্টমারদের অর্ডার নেয়ার পাশাপাশি সেখানে গানও গান তিনি৷ অপ্রত্যাশিতভাবে সেটিই বদলে দিলো তাঁর ভাগ্য৷

https://p.dw.com/p/3HDGl
Deutschland Studentenjobs | Kellnerin
ছবি: picture alliance/Bildagentur-online

রেস্টুরেন্টের নাম কেভান্তে৷ আর সেখানে নিয়মিতই কারাওকে গান বারটেন্ডার এরিকা৷ ক্রেতা ধরে রাখার জন্য অর্ডার নিতে নিতেই গানে কণ্ঠ দেন তিনি৷ কিন্তু একই সঙ্গে সম্পূর্ণ ভিন্ন দুই কাজ করতে গিয়ে তাঁর কোনো সমস্যাই হয় না৷

বেশ কিছু দিন ধরে এই কাজ করলেও, এরিকার ভাগ্য বদলে গেলো হঠাৎ করেই৷ তাঁর এই প্রতিভা দেখে আর অসাধারণ কণ্ঠ শুনে এক ক্রেতা নিজের টেবিলে বসেই চুপি চুপি ভিডিও করেন এরিকাকে৷ সেটা পরবর্তীতে ফেসবুকে আপলোড করতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে দেশজুড়ে৷

তিন সপ্তাহ আগে ফেসবুকে আপ করা ভিডিওটি দেখা হয়েছে ৩০ লাখেরও বেশি বার, শেয়ার হয়েছে ২০ হাজারের মতো৷ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পত্রিকায় চাপা হচ্ছে এরিকার সাক্ষাৎকার, টিভিতে দেখানো হচ্ছে এরিকার গান৷

বেশ কয়েকজন সেলিব্রিটির নজড়ও কাড়তে সক্ষম হয়েছে এরিকার ভিডিও৷ বিখ্যাত মার্কিন ব়্যাপার স্নুপ ডগ ইন্সটাগ্রামে এরিকার ভিডিও শেয়ার করে বলেছেন, ‘‘মেয়েটার সঙ্গে বড় অঙ্কের চুক্তি করা দরকার৷''

ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নানা জায়গা থেকে ডাক আসছে বলে এরিকাও খুব খুশি৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য