1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ চান তৃণমূল নেতারা

২১ ডিসেম্বর ২০১৯

দলীয় সম্মেলনে আওয়ামী লীগের নেতৃত্বে বড় ধরনের কোনো পরিবর্তন না আসলেও কমিটিতে যুক্ত হয়েছে অনেক নতুন মুখ৷ নবগঠিত কমিটির নেতাদেরকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের নেয়ার আহবান জানিয়েছেন তৃণমূল নেতারা৷ 

https://p.dw.com/p/3VC9q
ছবি: Asif Mahmud Ove

‘‘দুর্নীতির বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেয়া হয়েছে৷ আরো শক্ত পদক্ষেপ নিতে হবে নতুন নেতাদের৷ ঘরে ঘরে চাকরির কথা নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, সেটারও বাস্তবায়ন দেখতে চাই৷ পাশাপাশি জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা করতে হবে,’’ আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণার পর নেতাদের কাছে এমনই প্রত্যাশার কথা ডয়চে ভেলেকে বললেন লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু৷

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নতুন কমিটি শনিবার দুপুরেই ঘোষণা করা হয়েছে৷ তাতে সভাপতি পদে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদেরই সাধারণ সম্পাদক পুননির্বাচিত হয়েছেন৷ তবে সভাপতিমণ্ডলীতে নতুন মুখসহ অন্যান্য পদে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে৷ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার কাউন্সিল অধিবেশনের শেষ পর্বে কমিটি ঘোষণা করা হয়৷সভাপতি ও সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷

গোলাম ফারুক পিঙ্কু

গোলাম ফারুক পিঙ্কু বলেন, ‘‘আওয়ামী লীগ একটি বড় দল৷ এখানে অবশ্যই কিছু পরিবর্তন প্রত্যাশিত ছিল৷ অনেক মন্ত্রী এবার কমিটি থেকে বাদ গেছেন৷ একজন মানুষ মন্ত্রীও থাকবেন আবার দলেও থাকবেন সেটা হতে পারে না৷ বহু ত্যাগী নেতা আছেন যাদের দায়িত্ব দেওয়া উচিৎ৷ সভাপতি ও সাধারণ সম্পাদক ঠিক আছে৷ অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা যেন দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন করেন সেটাই আমাদের প্রত্যাশা৷’’

সভাপতিমণ্ডলীতে পরিবর্তন না এলেও তিনজনকে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে৷ গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান সভাপতিমণ্ডলীতে স্থান পেয়েছেন৷ পুরোনো সভাপতিমণ্ডলীতে ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান খান ও আবদুল মতিন খসরু৷

ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইউনূস লস্কর ডয়চে ভেলেকে বলেন, ‘‘নতুন কমিটি যেটা হয়েছে সেটা একেবারে খারাপ হয়নি৷ নতুন নেতাদের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান৷ এমন কিছু করেন যাতে দলের ভোট বাড়ে৷ বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে তারা যেন কাজ করেন৷ সঠিক নির্দেশনার মাধ্যমে আওয়ামী লীগকে এগিয়ে নেন৷’’

ঘোষিত নতুন কমিটিতে পুরনো যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনির সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম৷ সাংগঠনিক সম্পাদক হিসাবে আগের কমিটির আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে যুক্ত হয়েছে নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন ও মির্জা আজমের নাম৷ এছাড়া আগের কমিটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ হয়েছেন নতুন কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক৷ উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবার পুরো সম্পাদকের দায়িত্ব পেয়েছেন৷ আইন সম্পাদক হয়েছেন নজিবুল্লাহ হিরু৷ আর মেহের আফরোজ চুমকি পেয়েছেন মহিলা বিষয়ক সম্পাদকের পদ৷

ইউনূস লস্কর

মাগুরা জেলার শালিখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুনাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বখতিয়ার উদ্দিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘নেত্রী যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন৷ আমরা চাই নতুন নেতৃত্ব আওয়ামী লীগের ভোট বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সামনের নির্বাচনে যেন আওয়ামী লীগ আরো বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসতে পারে৷ পাশাপাশি তৃণমূলকে শক্তিশালী করতে নতুন নেতারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন৷ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারা যেন অগ্রণী ভূমিকা পালন করেন৷’’

কমিটিতে অন্য পদে যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে আছেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক  ইঞ্জিনিয়ার আবদুস সবুর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, যুব ও ক্রীড়া সম্পাদক  হারুনুর রশীদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা৷

শনিবার কাউন্সিল অধিবেশনে তৃণমূল নেতারা বক্তব্য দেন৷ সেখানে রাজশাহী জেলার সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা বলেন, ‘‘যারা ২০০৮ সালের পর আওয়ামী লীগে এসেছেন সেই হাইব্রিডদের কমিটি থেকে বাদ দিতে হবে৷'' সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ বলেন, ‘‘অনুপ্রবেশকারীরা সুকৌশলে আমাদের মধ্যে ঢুকে পড়েছে৷ তারা আমাদের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত করার পাঁয়তারা করছে৷ দলে অনুপ্রবেশকারীদের স্থান দিয়ে আমাদের মধ্যে যারা সহযোগিতা করছে, যারা রাজাকার-আলবদরদের সহযোগিতা করছে, তাদের চিহ্নিত করতে হবে৷ তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে৷’’

ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি সমীর কুমার দে৷
সমীর কুমার দে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য