1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় ঈদ উৎসবের দিনে ১১ বিক্ষোভকারী নিহত

৬ নভেম্বর ২০১১

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভে সরকারি বাহিনীর গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছে৷ ঈদুল আজহার দিনেও সেখানে বিক্ষোভ হয়েছে৷ এদিকে, সিরিয়া যে হত্যা-নির্যাতন বন্ধ করবে না তা স্পষ্ট বলে মনে করছে প্যারিস৷

https://p.dw.com/p/135wi
epa02941263 Syrians shout pro-Syrian regime slogans during a sit in staged before the offices of the European Union in Damascus, Syria, on 29 September 2011. According to local sources, the protest aimed at showing support with Syrian Addounia TV channel, that was recently hit by EU sanctions. The European Union on 23 September has extended its sanctions against Syria to include six Syrian companies, including Addounia TV, to intensify pressure on Assad, who has come under withering international criticism for his regime's crackdown on protests. EPA/YOUSSEF BADAWI +++(c) dpa - Bildfunk+++
ফাইল ছবিছবি: picture alliance/dpa

গত সপ্তাহে আরব লিগের শান্তি পরিকল্পনা মেনে নিয়ে সিরিয়ায় দমন-পীড়ন বন্ধে রাজি হয়েছিল প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রশাসন৷ তবুও প্রায় প্রতিদিনই দেশটিতে বিরোধী দলের লোকদের উপর হত্যা-নির্যাতন অব্যাহত রয়েছে৷ রবিবার পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সিরিয়ার মানুষ আসাদ বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে৷ এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে৷ এছাড়া হোমস, হামা এবং ইদলিব শহরে বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে সরকারি বাহিনী৷ এতে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার বিরোধী দলগুলোর জোট জেনারেল সিরিয়ান রেভোলুশন কমিটি৷

এদিকে, ঐতিহ্যগতভাবেই প্রতি বছর রাজধানী দামেস্কে ঈদের নামাজে অংশ নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ৷ তবে সম্প্রতি দামেস্ক শহরে আসাদ বিরোধী বিক্ষোভ দেখা গেছে বেশ জোরে শোরে৷ সম্ভবত সেই কারণেই এ বছর প্রেসিডেন্ট আসাদ ঈদুল আজহার নামাজ পড়েছেন উত্তরাঞ্চলের রাক্কা শহরের আল-নুর মসজিদে৷

অন্যদিকে, রবিবার সিরিয়ার পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করলেন ফরাসি পররাষ্ট্র মন্ত্রী আলেঁ জুপে৷ ইউরোপের একটি বেতারকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি নেতা জুপে বলেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই প্রশাসনের কাছ থেকে আর কিছুই আশা করা যায় না৷ বারবার ঘোষণা দিলেও এই সরকার কোন সংস্কার করবে না৷ ইতিমধ্যে বাশার আল-আসাদকে সমঝোতায় রাজি করাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে৷ অথচ সেখানে সর্বশেষ কী ঘটছে তা দেখুন, বাশার আল-আসাদ আরব লিগের শান্তি পরিকল্পনার সাথে একমত পোষণ করার পরদিনই আবারো রাজপথে গণহত্যা চালিয়েছে তারা৷''

অবশ্য সিরিয়ায় হত্যা-নির্যাতন বন্ধে সামরিক হস্তক্ষেপ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এই ফরাসি কূটনীতিক৷ তিনি বলেন, ‘‘জাতিসংঘের সিদ্ধান্ত ছাড়া ফ্রান্স সেখানে কোন সামরিক অভিযানে অংশগ্রহণ করবে না৷ তবে এটাও বেশ স্পষ্ট যে, এ ব্যাপারে জাতিসংঘও কোন সিদ্ধান্ত নেবে না৷'' এ পরিস্থিতিতে বিরোধীদের সুসংগঠিত করার উপর জোর দেন জুপে৷ তিনি বলেন, ‘‘আমরা বিরোধী দলগুলোর সাথে আলোচনা করছি এবং তাদের সুসংগঠিত করতে সহযোগিতা করার চেষ্টা করছি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান