৬০ লাখ সাবস্ক্রাইবার বাড়লো নেটফ্লিক্সের
২২ জুলাই ২০২৩২০২৩ সালে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানায় যে, তাদের সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় ৬০ লাখ! পাসওয়ার্ড অন্য কারো সাথে ভাগ করে নেবার ক্ষেত্রেকড়াকড়ি বাড়িয়েই এমন ফলাফল, জানালো তারা৷
বুধবার নেটফ্লিক্স জানায়, এখন তাদের সদস্য সংখ্যা প্রায় ২৪ কোটি৷ এর আগে ১০ কোটি বাসায় পাসওয়ার্ড ভাগ করে নেটফ্লিক্স ব্যবহার করতেন অনেকে৷
নাভালিয়ের অ্যান্ড অ্যাসোসিয়েটস সংস্থার প্রধান বিনিয়োগকর্তা লুইস নাভালিয়ের বলেন, ‘‘আমি এই ফলাফল দেখে উচ্ছ্বসিত ছিলাম৷ আমার মতে, ধারণার চেয়েও বেশি নতুন সদস্য আনতে পেরেছে নেটফ্লিক্স৷''
প্রথম ধাপে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানিতে পরীক্ষা করে নেটফ্লিক্স৷ এই একই পরিকল্পনা এখন গোটা বিশ্বে ব্যবহার করার ইচ্ছে তাদের৷
২০২০ সালে অতিমারির পর থেকে বাড়ে বাসা থেকে কাজ করার ঝোঁক৷ বাড়তে থাকে মানুষের নেটফ্লিক্সে কিছু দেখার আগ্রহও৷ ফলে লোকসান হতে থাকে তাদের৷
এই সমস্যা ঠেকাতে পাসওয়ার্ডহীন, বিজ্ঞাপনসহ সাবস্ক্রিপশন চালু করে তারা, যা আরো সস্তাও৷ প্রথমে মানুষ এই পদক্ষেপকে সন্দেহের চোখে দেখলেও পরে তারা নেটফ্লিক্সের পূর্ণ সাবস্ক্রিপশন নিতে শুরু করে৷
বছরের দ্বিতীয়ার্ধ্বে আয় বাড়ে প্রায় তিন শতাংশ৷
নেটফ্লিক্সের এই আপাত সাফল্য শেয়ারবাজারে সুফল আনতে পারেনি৷ শেয়ারের দাম পড়ে যায় আট শতাংশ৷ তার সাথে রয়েছে চলমান শিল্পী, চলচ্চিত্র কলাকুশলীদের ধর্মঘটের বিষয়টিও৷
নেটফ্লিক্সের প্রধান (যুগ্ম) টেড সারানডস বলেন, ‘‘আমরা এই ব্যবসার সাথে জড়িত সবার সাথে নিয়মিত আলোচনা চালাচ্ছি৷ এই ধর্মঘটেরও ইতি দরকার, যাতে আমরা সবাই এগোতে পারি৷''
এসএস/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)